২৫ ডিসেম্বর থেকে আট দিন কনজেশন ফি স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৪, 7:30 PM

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৪, 7:30 PM

২৫ ডিসেম্বর থেকে আট দিন কনজেশন ফি স্থগিত
২৫ ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত লন্ডনের কনজেশন ফি স্থগিত থাকবে। একইসঙ্গে উৎসবের সময় গণপরিবহন ও অন্যান্য পরিষেবার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, লন্ডনের কনজেশন চার্জ জোনে গাড়ি চালানোর জন্য দৈনিক ১৫ পাউন্ড ফি দিতে হয়। তবে ২৫ ডিসেম্বর বা বড়দিন উপলক্ষে এই দিন থেকে নতুন বছরের প্রথম দিন পর্যন্ত এই ফি স্থগিত থাকবে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
জানা যায়, ২৫ ডিসেম্বর বড়দিনে গণপরিবহনে কোনো সেবা থাকবে না এবং বক্সিং ডে-তে নেটওয়ার্কের কিছু অংশে সীমিত বা কোনো সেবা থাকবে না। ২৪ ডিসেম্বর বাস পরিষেবা স্বাভাবিকভাবে চলবে। তবে বড়দিনে রাতের কোনো পরিষেবা বা ২৪ ঘণ্টার রুট চালু থাকবে না।
আল্ট্রা লো এমিশন জোন বড়দিন ছাড়া উৎসবের সময়কালে স্বাভাবিকভাবে চালু থাকবে। আর পুরো লন্ডন জুড়ে বড়দিনসহ সব সময় চালু থাকবে লো এমিশন জোন। ভিক্টোরিয়া কোচ স্টেশন, স্যানটেন্ডার সাইকেলস, ভাড়া ই-স্কুটার, ডায়াল-এ-রাইড, ট্যাক্সি এবং প্রাইভেট ভাড়া পরিষেবাগুলি উৎসবের সময়ও চালু থাকবে।
ওয়াটারলু এবং সিটি লাইন ছাড়া নতুন বছরের প্রাক্কালে (৩১ ডিসেম্বর) সমস্ত টিউব লাইনের রাতভর পরিষেবা চালু থাকবে। এছাড়াও ট্রাম, এলিজাবেথ লাইন, ডকল্যান্ডস লাইট রেলওয়ে এবং ওভারগ্রাউন্ড পরিষেবাগুলিও চালু থাকবে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
জাতীয় রেল পরিষেবায় পরিকল্পিত প্রকৌশল কাজ চলাকালে ২৭ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত লিভারপুল স্ট্রিট স্টেশন এবং প্যাডিংটন স্টেশন ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া, কিংস ক্রস এবং সেন্ট প্যানক্রাস স্টেশন থেকে লুটন পর্যন্ত থেমসলিঙ্ক ও ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে পরিষেবা ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।