১৮ জুন লন্ডনে 'ঈদ ফ্যাশন পপ-আপ'
১৫ জুন, ২০২৩, 7:44 PM

NL24 News
১৫ জুন, ২০২৩, 7:44 PM

১৮ জুন লন্ডনে 'ঈদ ফ্যাশন পপ-আপ'
British Bangladeshi Fashion Council এবং Nesath Khusbu এর আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে পপ-আপ ফ্যাশন ইভেন্ট“Ensembl-Eid Fashion Pop-Up 2023”। এ উপলক্ষে বুধবার লন্ডনের British Bangladeshi Fashion Council এর অফিসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় । সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, চমৎকার এই আয়োজনে, আধুনিক ফ্যাশনের সাথে মিলিত হয়েছে বাঙালি সহ অন্যান্য সংস্কৃতি ও ঐতিহ্য। বাঙালি ঐতিহ্যের সাথে সাদৃশ্য রেখে এই আনন্দ উৎসবটির সঞ্চালনা করবেন ব্যারিস্টার নিশাত খুশবু, যিনি একাধারে অনলাইন ইনফ্লুয়েন্সার ও বিউটি আর্টিস্ট। মনোমুগ্ধকর পোশাক যা সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সমসাময়িক চাহিদাকে মিশ্রিত করে এমন সব চমৎকার গহনা এবং আনুষাঙ্গিক বাহারি পণ্য যা এই ঈদে এবং ঈদে এবং পরবর্তী যেকোনো অনুষ্ঠানে আপনার শৈল্পিক মনের প্রত্যাশিত চাহিদা পূরণ করবে, এমন সবকিছু রয়েছে । বাঙালি জীবন ও সংস্কৃতির সাথে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে বাহারি সুস্বাদু খাবার ও বিভিন্ন শৈল্পিক পোষাক। যারা দেশ থেকে বহু দূরে অবস্থান করছি আমাদের দায়িত্ব রয়েছে দেশের কৃষ্টি ও সংস্কৃতির ধারক-বাহক হওয়া। সেই ভাবনা থেকেই যুক্তরাজ্যে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ফ্যাশন উইক অনুষ্ঠিত হচ্ছে বেশ আগে থেকেই। অথচ পোশাকশিল্পের পরাশক্তি বাংলাদেশের কোনো আয়োজন এখানে তেমন চোখে পড়ে না। আবার যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশিরা রাজনীতি, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখলেও ফ্যাশন নিয়ে কোনো আলোচনাতে তারা নেই। তাই, এই শূন্যতা পূরণ করতে ফ্যাশন নিয়ে যাঁরা কাজ করছেন বা করতে আগ্রহী, তাঁদের নিয়েই আসন্ন ইদুল আযহাতে ‘ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন কাউন্সিল’ এর এই বর্ণাঢ্য আয়োজন। Venue: Hayloft Point, 6 Middlesex Street, London E1 7EX. Sunday 18th June 12pm to 9pm
এ আয়োজনে তুলে ধরা হবে বাংলাদেশের ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের বৈচিত্রময় পোশাক। ‘ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন কাউন্সিল’ এর মূল লক্ষ্য বাংলাদেশি পোশাক ও বাংলাদেশি ঐতিহ্যের মাধ্যমে আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনগুলোতে পরিচিত করা। বাংলাদেশি ফ্যাশনের বৈচিত্রময় পোশাক, নানা রকম গহনা এবং স্টাইল নিয়ে লন্ডনে হাজির হবেন নামীদামী ডিজাইনাররা। আয়োজনে থাকবে শাড়ি, গয়না, সুগন্ধী, খাবার, বিভিন্ন রকমের পণ্যসামগ্রী। আয়জনের পুরোটা সময় জুড়ে উৎসবমূখর পরিবেশে চলবে ঈদের কেনাকাটা।
এ আয়োজনে যারা তাদের সুনিপুণ শিল্প নিয়ে হাজির হবেন এবং সবার প্রত্যাশিত চাহিদার যোগান দেবেন, তারা হলেন -নিশা'স ক্যাফে, রাজা'স ডেজার্টস, তাসমিন জুয়েলস, তরহমান কৌটার, এম এন্ড আর ট্রেজার, রিফ্লেকশন লন্ডন, পিংকি প্রমিজ -বাই নিতি, কেইপ লন্ডন, নাওয়াজ চয়েজ, মেঘবালিকা শাড়ি, নায়িকা অব লন্ডন, ফামাজা কৌটার ও ইউফোরিয়া কালেকশন। সবাই তাদের নিপুন হাতে গড়া সুস্বাদু মজার মজার খাবার ও দক্ষ হাতে গড়া বাহারী ডিজাইনের পোশাক নিয়ে হাজির হবেন এই মনোমুগ্ধকর আয়োজনে। । আয়োজকরা আরো বলেন, এই আয়োজন থেকে প্রবাসী বাঙালি কমিউনিটির ফ্যাশন সচেতন প্রজন্ম যেন তাদের পথ চলার অনুপ্রেরণা খুঁজে পায়। সে বিষয়ে সচেষ্ট রয়েছি। আন্তর্জাতিক অঙ্গনে বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেয়ার উন্মুক্ত মঞ্চ হয়ে উঠুক আমাদের 'ব্রিটিশ বাংলাদেশি ফ্যাশন কাউন্সিল' প্রতিষ্ঠানটি।