১৪ বছরের ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা
২৯ মে, ২০২২, 4:01 AM

NL24 News
২৯ মে, ২০২২, 4:01 AM

১৪ বছরের ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের বেথলেহেম শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৪ বছরের জায়েদ ঘুনিম মারা যান। কিশোরটি সবেমাত্র রাতের খাবার শেষ করে তার দাদার বাড়িতে যাচ্ছিল। সিএনএন
তার ভাই ইয়াজান ঘুনিম সিএনএনকে বলেন, ইসরায়েলি সৈন্যরা তাকে কোণঠাসা করার সময় তার ভাই একটি গ্যারেজে লুকিয়ে ছিল। ইয়াজান জানান, ইসরায়েলি সেনারা তার পায়ে একটি, দুটি তার পিঠে এবং গলায় একটি গুলি চালায়।
গুলির প্রত্যক্ষদর্শী, উম মুহাম্মদ আল ওয়াশ, সিএনএনকে একটি ভিডিও দেখান। ফুটেজে দেখা যায়, একটি পার্কিং গ্যারেজের মেঝেতে রক্ত জমা আছে এবং একটি গাড়ি জুড়ে তা লেগে আছে। উম মুহাম্মদের মতে, তিনি জায়েদকে গুলিবিদ্ধ অবস্থায় কাঁতরাতে দেখেন। ‘সে চিৎকার করছিল এবং বলছিল, আমি কিছুই করিনি! আমাকে গুলি করো না! সিএনএনকে বলেন উম।