১৩৩ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান পাহাড়ে বিধ্বস্ত
২১ মার্চ, ২০২২, 4:41 PM

NL24 News
২১ মার্চ, ২০২২, 4:41 PM

১৩৩ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমান পাহাড়ে বিধ্বস্ত
অনলাইন ডেস্ক : ১৩৩ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমানটি সোমবার সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।
দক্ষিণ-পূর্ব চীনের পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহণ সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
তবে বিমানটিতে ১৩২জন আরোহী ছিলেন বলে বিবিসি ও রয়টার্সসহ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে— এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।