ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
পটিয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর মিলল বৃদ্ধের লাশ পটিয়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরিক্ষার্থীর পানেরছড়া বনবিভাগের অভিযানে অবৈধ পানির পাম্প জব্দ মোটরসাইকেল চুরি চক্রের প্রধান ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যাশী মানুষ জীবনে কখনো পরাজতি হয় না-বদিউল আলম ফাঁসিয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিগুণ ভাড়া আদায় করছে গাড়ির চালক ও হেলপাররা পটিয়া নবজাগরণ যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বাষিকীতে ফ্রী চিকিৎসা সেবার উদ্বোধন মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা

১০০ কোটি ডলারের অস্ত্র কিনেছে মিয়ানমার

#

১৮ মে, ২০২৩,  6:08 PM

news image

মিয়ানমার জান্তা কমপক্ষে ১০০ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি করেছে।  মিয়ানমার বিষয়ক জাতিসংঘের প্রধান রেপোটিয়ার গত বুধবার টম অ্যান্ড্রুজ একথা বলেন । তিনি বলেন, 'রাশিয়া ও চীন এবং সিঙ্গাপুরের কয়েকটি কোম্পানি এসব উন্নত ধরনের অস্ত্র সরবরাহের প্রধান উৎস। সামরিক অভূত্থানের পর দেশ দু’টি যথাক্রমে ৪০ কোটি ও ২৬ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে এসব অস্ত্রশস্ত্র কেনা হয়েছে।' জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অ্যান্ড্রুজ বলেন, রাশিয়ার সরবরাহকারীরা যে অস্ত্র দিয়েছে তা মিয়ানমারে সম্ভবত যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনের কাজে ব্যবহৃত হয়েছে।

তিনি বলেন, 'এই সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম অব্যাহতভাবে মিয়ানমারের সামরিক বাহিনীকে সরবরাহ করা হচ্ছে যদিও এ বাহিনীর বিরুদ্ধে নির্মম অপরাধ চালানোর যথেষ্ট প্রমাণ রয়েছে।'

নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সামরিক বাহিনী ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে। ওই নির্বাচনে পার্লামেন্টে ৪৯৮টি আসনের মধ্যে তাদের দল মাত্র ৩৩টি আসন পেয়েছিল। আল-জাজিরা 

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল