হুমকির পরও লাহোর র্যালিতে সশরীরে থাকছেন ইমরান খান
২১ এপ্রিল, ২০২২, 11:14 AM

NL24 News
২১ এপ্রিল, ২০২২, 11:14 AM

হুমকির পরও লাহোর র্যালিতে সশরীরে থাকছেন ইমরান খান
অনলাইন ডেস্ক : গতকাল বুধবার লাহোরের অতিরিক্ত ডেপুটি কমিশনার আতিয়াব সুলতান বলেন বড় হুমকির খবর আছে এমন সতর্কতা দিয়ে ইমরান খানকে লাহোরের জনসভায় সরাসরি উপস্থিত না হওয়ার পরামর্শ দিয়েছে ।
আজ বৃহস্পতিবারের তিনি ইমরান খানকে সভায় ভার্চুয়াল ভাষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে এই সতর্কতা মানছে না ইমরান খান। বুধবারের ‘টুইটার র্যালি’তে পিটিআই চেয়ারম্যান ইমরান জানিয়েছেন, কোনও ব্যাপার না তিনি লাহোরে সশরীরেই থাকছেন।
লাহোরের জনসভায় জীবনের হুমকি থাকা সত্ত্বেও ইমরান খান অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, তিনি সশরীরেই উপস্থিত থাকবেন।
ইমরান বলেন, ‘মিনার-ই-পাকিস্তান বিশেষ জায়গা। কারণ, এখানেই পাকিস্তানের রেজ্যুলেশন উপস্থাপন করা হয়েছিল। এখানেই ভারতের মুসলিমরা জানিয়েছিল তারা আলাদা রাষ্ট্র চায়। আমরাও এখান থেকে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু করতে চাই। আমার বিশ্বার রেকর্ড সংখ্যক মানুষ এই জনসভায় অংশ নেবে।’