ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

হুতিদের ১৫ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের বিমান হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ অক্টোবর, ২০২৪,  10:05 AM

news image
ছবি: সংগৃহীত

ইয়েমেনজুড়ে হুতি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, হুতিদের অস্ত্রাগার, সামরিক ঘাঁটি এবং সরঞ্জামকে লক্ষ্য করে একযোগে বিমান হামলা করা হয়েছে।

বিমান হামলার প্রধান স্থানগুলোর মধ্যে ছিল ইয়েমেনের রাজধানী সানা, হোদেইদাহ বিমানবন্দর এবং হোদেইদাহের উত্তর-পশ্চিমে অবস্থিত আল-কাথিব এলাকা। সেখানে মোট সাতটি বিমান হামলা চালানো হয়েছে। এর ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবেএখনো পাওয়া যায়নি কোন হতাহতের তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজ এবং আলজাজিরার ফ্যাক্ট-চেকিং প্রতিবেদনে দেখা গেছে, হোদেইদাহতে হামলার ফলে ধোঁয়ার বড় কুণ্ডলী উড়তে দেখা গেছে। যা প্রমাণ করে হামলাগুলো ছিল প্রবল। আল মাসিরাহ টিভি, যা হুতিদের সমর্থিত, দাবি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই হামলার জন্য দায়ী।

তবে, ব্রিটেনের এক সরকারি সূত্র আল মাসিরাহ টিভিকে জানায়, এই হামলার সঙ্গে যুক্তরাজ্যের কোনো সম্পৃক্ততা নেই। যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে এখনও অস্পষ্টতা থাকলেও, হুতিদের লক্ষ্য করে সম্প্রতি মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে।

উল্লেখ্য, হুতিরা গত বছর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তেল আবিব সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। মার্কিন ও ব্রিটিশ বাহিনীর এই হামলা হুতিদের সামরিক শক্তিকে দুর্বল করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতকে নতুন মোড় দিতে পারে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী