হিজাব না পরায় তরুণীকে গ্রেপ্তার পুলিশের, এরপর মৃত্যু
১৭ সেপ্টেম্বর, ২০২২, 4:45 PM

NL24 News
১৭ সেপ্টেম্বর, ২০২২, 4:45 PM

হিজাব না পরায় তরুণীকে গ্রেপ্তার পুলিশের, এরপর মৃত্যু
অভিযোগ হিজাব পরেন নি। এই অপরাধে ইরানের নৈতিক পুলিশ ২২ বছর বয়সী মাহশা আমিনি নামে এক তরুণীকে গ্রেপ্তার করে। এর কয়েক ঘন্টা পর ওই তরুণীকে কোমায় ভর্তি করা হয়। শেষমেশ গতকাল শুক্রবার তিনি মারা গেছেন। খবর আল-জাজিরা, এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার মাহশা আমিনি ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তান থেকে আত্মীয়ের সঙ্গে দেখা করতে পরিবারসহ রাজধানী তেহরানে যাচ্ছিলেন। যাত্রাপথে কট্টর পোশাকবিধি আইন ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর, দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন এবং তার লাশ মেডিক্যাল পরীক্ষকের অফিসে পাঠানো হয়েছে।
ইরান ওয়্যার ওয়েবসাইট এবং শারঘ সংবাদপত্রসহ ফার্সি ভাষার মিডিয়া ওই তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, পূর্বে আমিনির স্বাস্থ্য ভালো ছিল। এরপর তাকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে দ্রুত হাসপাতালে কোমায় ভর্তি করা হয়। সে এখন মৃত।
প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ ভ্যানে তোলার পর আমিনিকে মারধর করা হয়। তবে ইরানি পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি হার্ট অ্যাটাক করেছেন।
তবে এই দাবি নাকচ করে আমিনির পরিবার। এদিকে আমিনির এমন রহস্যজনক মৃত্যুতে দেশটির সামাজিক মাধ্যমে ঝড় বইছে। অনেকে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।