সংবাদ শিরোনাম
হাঁ করে বিশ্বরেকর্ড
২৪ ডিসেম্বর, ২০২২, 12:58 AM

NL24 News
২৪ ডিসেম্বর, ২০২২, 12:58 AM

হাঁ করে বিশ্বরেকর্ড
তার নাম সামান্থা রামসডেল। যুক্তরাষ্ট্রের বাসিন্দা তিনি। মজার বিষয় হচ্ছে এই মহিলা সম্প্রতি সবচেয়ে বড় হাঁ করে বিশ্ব রেডর্ক করেছেন। তিনি এক বার হাঁ করেই খেয়ে নিতে পারেন একটা বড় বার্গার। সম্প্রতি গিনিস রেকর্ডে নাম উঠেছে তার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’-এর পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে । তাতে বলা হয়েছে মহিলা বিভাগে সবচেয়ে বড় হাঁ করে রেকর্ড গড়েছেন সামান্থা। ৬.৫২ সেন্টিমিটার পর্যন্ত হাঁ করতে পারেন তিনি। ভিডিওতে ৩২ বছর বয়সি সামান্থাকে দেখা যাচ্ছে কখনও আস্ত আপেল, কখনও গোটা কমলালেবু, বড় কুকি কিংবা বার্গার— সবই একবারে খেয়ে ফেলছেন তিনি।
সম্পর্কিত