হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু
০২ জুলাই, ২০২২, 6:11 PM

NL24 News
০২ জুলাই, ২০২২, 6:11 PM

হজে গিয়ে আরও ৪ বাংলাদেশির মৃত্যু
লন্ডনে বাংলাদেশী নারীদের সংগঠন মহিলা অঙ্গনের উদ্যোগে বার্ষিক টি পার্টি, কুইন জুবলি উদযাপন এবং সিলেটে ও সুনামগঞ্জেসৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও চার বাংলাদেশির মৃত্যুর হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে ১০ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে। মৃত চারজন হলেন- তপন খন্দকার (৬২), মো. রফিকুল ইসলাম (৪৭), মোছাম্মৎ ফাতেমা বেগম (৬০) ও মো. আবদুল গফুর মিঞা (৬২)।
হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে বলা হয়েছে, তপন খন্দকারের বাড়ি ঢাকার লালবাগে। তার পাসপোর্ট নম্বর-ইই ০৫৪০২৪৬। তিনি ১ জুলাই মারা যান। মো. রফিকুল ইসলামের বাগী সিরাজগঞ্জের কামারখান্দা থানার জামতৈল গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিটি ০৪৮৫৪৩৩। তিনি ৩০ জুন মারা যান। ফাতেমা বেগম ঢাকার বাড্ডার সাঁতারকুলের বাসিন্দা। তিনি গত ৩০ জুন মারা যান। তার পাসপোর্ট নম্বর ইই ০৩৮২৮৪৩। মো. আবদুল গফুর মিঞার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৬২২০২। তিনি টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা। তিনি গত ২৮ জুন মারা যান। বন্যা দুর্গতদের সহায়তায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পূর্ব লন্ডনের বিভিন্ন কাউন্সিল থেকে নারী সদস্যরা অংশনেন।অনুষ্ঠানে হাতে তৈরি খাবার পরিবেশসহ মহিলাদের হাতে মেহেদী এবং নানান খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সদস্য নব নির্বাচিত কাউন্সিলার সাঈদা চৌধুরী ও রেবেকা সুলতানাকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলার আয়শা চৌধুরী, শিক্ষিকা ঝর্ণা চৌধুরীসহ অনেকে।