ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

স্মার্টফোন নেই ডাচ প্রধানমন্ত্রীর!

#

০৫ জুন, ২০২২,  5:29 AM

news image

পৃথিবীর গরীব দেশের তালিকায় নেই সমুদ্রতলের নিচে অবস্থিত নেদারল্যান্ডসের নাম। মাথাপিছু আয়েও বেশ এগিয়ে দেশটি। তবুও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের নেই একটি স্মার্টফোন। হঠাৎ করেই পুরোনো ফোন ব্যবহার করা নিয়ে প্রবল সমস্যায় পড়েছিলেন মার্ক। আর তা নিয়ে স্থানীয় মিডিয়ায় এখনো তোলপাড় চলছে।

সংবাদ সংস্থা ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, পুরোনো ফোনে স্পেস না থাকায় গুরুত্বপূর্ণ সব এসএমএস মুছে দিয়েছিলেন ডাচ প্রধানমন্ত্রী। আর মার্কের এই কাজে বেশ ঝামেলা পড়েছেন সে দেশের বাসিন্দা ও প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। বিরোধীরা আরো এক কাঠি সরেস। তারা বলছেন, ডাচ প্রধানমন্ত্রী নিজেই ফোন থেকে এসএমএস মুছে দেন। এমনকি করোনা মহামারি সংক্রান্ত যে সব এসএমএস তাকে পাঠানো হয়েছিল, সেগুলোও মুছে দিয়েছেন তিনি।

বিরোধীরা বিষ্ময় প্রকাশ করেন, এমন কাণ্ড কী করে সম্ভব! এরপর থেকে ডাচ প্রধানমন্ত্রী কী ফোন ব্যবহার করেন, তা নিয়ে বেশ সরব দেশটির মানুষগুলো। সমালোচনা থেকে বাঁচতে নতুন উদ্যোগ নিয়েছে ডাচ ক্যাবিনেটে। ঠিক করেছে প্রশাসনের পক্ষ থেকে ডাচ প্রধানমন্ত্রীকে একটা স্মার্টফোন দেওয়া হবে। ফোনটি তিনি অফিসের কাজে ব্যবহার করবেন। অবশ্য অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মার্ক বলেন, যে সব এসএমএস ফরওয়ার্ড করা দরকার ছিল, সেগুলো করেছি। আমার পুরোনো ফোনে স্পেস ছিল না। নতুন এসএমএস আসছিলো না। তার বিরুদ্ধে তথ্য গোপনের অপবাদ দিয়েছিল বিরোধীরা। এর জবাবে তিনি হেসে বলেছেন, সব কথোপকথন জাতীয় সংরক্ষণাগারে পাঠিয়ে দিয়েছি।

প্রায় এক কোটি ৭৪ লাখ মানুষ বসবাস করে নেদারল্যান্ডসে। সেখানে সাইকেলে চেপে সংসদের অধিবেশনে যোগ দিতে যান ডাচ প্রধানমন্ত্রী।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী