ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

স্বামীকে কারাগারে রেখেই ডি-চক ছাড়লেন বুশরা বিবি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  12:18 PM

news image
ছবি: সংগৃহীত

স্বামীকে কারাগার থেকে মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতাকর্মীদের রাজধানী ইসলামাবাদের ডি-চকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি।

সমাবেশস্থল থেকে তিনি ঘোষণা করেছিলেন, স্বামীকে কারামুক্ত না করে তিনি ডি-চক থেকে ফিরবেন না এবং নেতাকর্মীদের কাছ থেকেও ঘরে না ফেরার প্রতিশ্রুতি নিয়েছিলেন। শেষ পর্যন্ত মঙ্গলবার গভীর রাতে বুশরা বিবি ডি-চক ছেড়ে চলে গেছেন। তবে ইমরান খান কারামুক্ত হননি।

জনগণের চুরি যাওয়া ম্যান্ডেট পুনরুদ্ধার, দেশটির সংবিধানের ২৬তম সংশোধনী বাতিল এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে ১৩ নভেম্বর ইমরান খান কারাগারের ভেতর থেকে সরকারের বিরুদ্ধে ‘চূড়ান্ত ডাক’ দিয়েছিলেন। ২৪ নভেম্বর তার এই কর্মসূচির নির্ধারিত দিন ছিল। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে ২৪ তারিখ ইমরান সমর্থকরা সুবিধা করতে পারেনি। পরে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি স্বামীর মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে বিক্ষোভের ডাক দেন। বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে হাজার হাজার পিটিআই কর্মী বিক্ষোভে শামিল হন। সোমবার বিশাল গাড়ির বহর নিয়ে তারা ইসলামাবাদের ডি-চকের উদ্দেশে রওয়া হন।বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। রেঞ্জার্সের গুলিতে পিটিআইয়ের দুই কর্মী নিহত হন। মঙ্গলবার দিনভর পিটিআইয়ের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর দেওয়া প্রতিবন্ধকতা এড়িয়ে বিকেলের দিকে ডি-চকে পৌঁছতে সক্ষম হন পিটিআইয়ের নেতাকর্মীরা।

মঙ্গলবার পুলিশ এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি ডি-চক থেকে কয়েক মিটার দূরে এক্সপ্রেস চৌক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য রাত ৮ টার পরে একটি বিশাল অভিযান শুরু করে। নিরাপত্তা কর্মীরা বিক্ষোভকারীদের জিন্নাহ অ্যাভিনিউ এবং ব্লু এরিয়া থেকে সরিয়ে দেয়। ওই সময় ব্যাপক গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুরসহ পিটিআই নেতারা গভীর রাতের পশ্চাদপসরণ করেন। এর আগে তারা বিক্ষোভকারীদের ‘ঘরে ফিরতে, নৈশভোজ করতে এবং আগামীকাল ফিরে আসার’ আহ্বান জানিয়েছেন।

সূত্র ডন অনলাইনকে জানিয়েছে, পিটিআইয়ের নেতারা কোথায় গেছেন তা জানা যায়নি। তবে তথ্যমন্ত্রী আতা তারার দাবি করেছেন যে তারা হরিপুর হয়ে খাইবার পাখতুনখোয়ায় ফিরে গেছেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী