ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
পটিয়ায় নিখোঁজের ১০ ঘন্টা পর মিলল বৃদ্ধের লাশ পটিয়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরিক্ষার্থীর পানেরছড়া বনবিভাগের অভিযানে অবৈধ পানির পাম্প জব্দ মোটরসাইকেল চুরি চক্রের প্রধান ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যাশী মানুষ জীবনে কখনো পরাজতি হয় না-বদিউল আলম ফাঁসিয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দ্বিগুণ ভাড়া আদায় করছে গাড়ির চালক ও হেলপাররা পটিয়া নবজাগরণ যুব সংঘের ২য় প্রতিষ্ঠা বাষিকীতে ফ্রী চিকিৎসা সেবার উদ্বোধন মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা মামলা করা যার নেশা ও পেশা_রেহাই পায়নি নিজ ভাই-বোন সহ স্থানীয়রা

সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯৩১ অভিবাসী গ্রেফতার

#

২৩ জুলাই, ২০২৩,  4:49 PM

news image

বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করার অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯৩১ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করে এ খবর প্রকাশ করেছে অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা গত ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ১৩ হাজার ৯৩১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে বাসস্থান আইন লঙ্ঘন করেছে সাত হাজার ৬৬৭ জন। সীমান্ত নিরাপত্তা ও শ্রম বিধি লঙ্ঘন করেছে যথাক্রমে ৪ হাজার ১০৮ ও দুই হাজার ১৫৬ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশে চেষ্টাকালে ৮৭৪ জনকে আটক করা হয়। দেশ ছাড়ার চেষ্টাকালেও কয়েকজন আটক করা হয়।

দেশটির আইনে অবৈধ প্রবেশে সাহায্যের চেষ্টা করলে ১৫ বছরের জেল ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হয়। বর্তমানে সৌদি আরবে ৩৭ হাজার ৩৬৩ জন বাসস্থান, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন সংক্রান্ত ব্যবস্থার আওতায় আছেন।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল