সোলাইমানি হত্যার দায় স্বীকার করলো ইসরাইল
২২ ডিসেম্বর, ২০২১, 10:29 AM

NL24 News
২২ ডিসেম্বর, ২০২১, 10:29 AM

সোলাইমানি হত্যার দায় স্বীকার করলো ইসরাইল
ইসরাইলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মেজর জেনারেল তামির হেইম্যান জানিয়েছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে ইসরাইলি বাহিনী জড়িত ছিল।
গোয়েন্দা সম্পর্কিত একটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো এই তথ্য জনসম্মুখে জানালেন জেনারেল তামির হেইম্যান। হেইম্যানের এই বক্তব্য হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের শীর্ষ পর্যায়ের কোনো সেনা কর্মকর্তার প্রথম স্বীকারোক্তি যার মাধ্যমে নিশ্চিত হলো যে, জেনারেল সোলাইমানি হত্যায় ইহুদিবাদী ইসরাইলের সরাসরি ভূমিকা ছিল। এসময় তিনি বলেন, “আমার চোখে ইরানিরা যেহেতু প্রধান শত্রু , সে কারণে জেনারেল সোলাইমানিকে হত্যা করা ছিল আমাদের জন্য একটি বড় অর্জন। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জেনারেল সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদী আল-মুহান্দিসকে হত্যা করা হয়।”ইয়ন, পার্সটুডে