সেরা ৮০০ মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর, ২০২৪, 3:20 PM

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর, ২০২৪, 3:20 PM

সেরা ৮০০ মধ্যে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়
বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ২০২৫ সালের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং’-এ এ তথ্য উঠে এসেছে। তবে, ৮০১ থেকে ১০০০ এর মধ্যে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে।
এই তালিকায় প্রথমেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছে বেসরকারি বিশ্বিবদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।
গত বছরের র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে শীর্ষে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথম থাকলেও এবার আছে ৮ম স্থানে। বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে আছে দেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়।
আর ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকলেও এ বছর সেরা ১০–এর মধ্যেও নেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১তম এবং বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এ বছরে তালিকায় বাংলাদেশ থেকে ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৭টি সরাসরি র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে। বাকি সাতটি জায়গা পেয়েছে রিপোর্টার হিসেবে।
শিক্ষার মান, শিক্ষায় গবেষণার পরিবেশ, গবেষণায় শ্রেষ্ঠত্বের অবস্থান, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান বিবেচনায় নিয়ে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করা হয়। ২০২৫ সালের সংস্করণে ১১৫টি দেশ ও অঞ্চলের ২০০০টির বেশি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে তালিকা করা হয়েছে।
এবারের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। টানা ৯ বছর ধরে শীর্ষস্থানটি দখলে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এমআইটি।