ঢাকা ২৭ মার্চ, ২০২৩
সংবাদ শিরোনাম
চালিয়াতলি-মাতারবাড়ি সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২ রোজাদার হোটেল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে দুই লাখ টাকা ছিনতাই বেতন চাওয়ায় পিটুনি খেলেন মসজিদের ইমাম শূন্য প্লেট নিয়ে বসে থেকে পানি দিয়ে ইফতার করা মানুষের সংখ্যা নেহায়েত কম নয় আগের ২ শর্তেই মুক্তির মেয়াদ বাড়ল খালেদা জিয়ার লন্ডনে জাতীয় গণহত্যা দিবস পালন ও আলোর সমাবেশ আ'লীগ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ স্বাধীনতাবিরোধীরাই বধ্যভূমি দখল করছে: চসিক মেয়র বনবিভাগকে ম্যানেজ করে দক্ষিণ মিঠাছড়িতে পাহাড় ও গাছ কাটার হিড়িক নানা রঙে নজর কাড়ে অতি প্রাচীন ‘তাজ মসজিদ’

সেতারা চাল পছন্দ না হলে টাকা ফেরত

#

১৭ মার্চ, ২০২৩,  7:26 PM

news image

লন্ডন : চাল বিশ্বের জনপ্রিয় খাবারগুলোর একটি। বিশ্বজুড়ে ৩৫০ কোটির বেশি মানুষের নিত্যদিনের আহার এটি। শর্করা ও ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস চাল থেকে তৈরি ভাত ও অন্যান্য খাদ্যপণ্য। পৃথিবীতেচাল বিশ্বের জনপ্রিয় খাবারগুলোর একটি। বিশ্বজুড়ে ৩৫০ কোটির বেশি মানুষের নিত্যদিনের আহার এটি। শর্করা ও ভিটামিনের গুরুত্বপূর্ণ উৎস চাল থেকে তৈরি ভাত ও অন্যান্য খাদ্যপণ্য। পৃথিবীতে অনেক ধরনের বৈচিত্র্যপূর্ণ চাল রয়েছে। মানুষ যেন গুনগত মানের চাল নিজেদের ক্ষয়ক্ষমতার মধ্যে কিনতে পারে, সেটাকে মাথায় রেখে 'সেতারা' বিভিন্ন ধরনের সেই বৈচিত্র্যপূর্ণ চাল নিয়ে এসেছে বাজারে, বললেন সেতারা'র পরিচালক সাজিদ মঞ্জুর । বৃহস্প্রতিবার পূর্ব লন্ডনের লন্ডন  বাংলা প্রেস ক্লাব হলে ‘Setara EXTRA LONG PURE BASHMATI RICE লঞ্চিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।


তিনি আরো বলেন,  ২০১৪ সালে  'প্রতিদিনের ভালো খাবার' স্লোগানে যাত্রা শুরু করে 'সেতারা । চাল আমাদের প্রতি দিনের খাবার । সেই প্রতিদিনের খাবারে গুণগত মানের চাউ‍ল দিচ্ছে সেতারা । সেতারা কখনো মানের সাথে আপোস করে নাই । সব সম‍য় ক্রেতাদেরকে প্রাধান্য দিয়েছেন ।  Setara EXTRA LONG PURE BASHMATI RICE টি বাংলাদেশীদের কমিউনিটির জন্য আমরা বাজারে এনেছি । যাতে বাংলাদেশী কমিউনিটি গুনগত মানের চাল নিজেদের ক্রয় ক্ষমতার কিনতে পারে । সেতারা'র চাল গুনগত মানের না হলে, টাকা ফেরত দেয়া হবে বলেও  নিশ্চিত করেন তিনি ।