সীমান্তে ড্রোন ব্যবহার করছে বাংলাদেশ, দাবি ভারতের
নিজস্ব সংবাদদাতা
০৪ মার্চ, ২০২৫, 3:38 PM

নিজস্ব সংবাদদাতা
০৪ মার্চ, ২০২৫, 3:38 PM

সীমান্তে ড্রোন ব্যবহার করছে বাংলাদেশ, দাবি ভারতের
বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক নজরদারি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে মঙ্গলবার (৪ মার্চ) এ অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের হাতে থাকা টিবি-২ বায়রাক্টার ড্রোনগুলি সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তের নিকটবর্তী অঞ্চলে নিয়মিত উড্ডয়ন করছে।
এএনআই-এর দাবি, বাংলাদেশ তুরস্ক থেকে সংগ্রহ করা এসব ড্রোনের মাধ্যমে ভারতীয় সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করছে। ভারতীয় কর্তৃপক্ষ ড্রোনগুলির উড্ডয়ন শনাক্ত করে রাডার ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে কঠোর নজরদারি চালাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, কিছু ক্ষেত্রে এসব ড্রোন একটানা ২০ ঘণ্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম।
বায়রাক্টার টিবি-২ ড্রোনগুলি গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং সুনির্দিষ্ট হামলার জন্য বিখ্যাত। এতে যুক্ত রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা, ডাটা-লিংক সিস্টেম এবং লেজার গাইডেড মিসাইল। প্রতি ঘণ্টায় ২২২ কিলোমিটার গতিসম্পন্ন এই ড্রোন ৩০০ কিলোমিটার দূরত্ব থেকে নিয়ন্ত্রিত হয় এবং ৭০০ কেজি পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এর ব্যবহার বিশ্বজুড়ে আলোচিত হয়েছে।
টিবি-২ ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এবং ২৭ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে। ২৫,০০০ ফুট উচ্চতায় উড়ে বাস্তব সময়ে ভিডিও প্রেরণের সক্ষমতা থাকায় এটি আধুনিক যুদ্ধকৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া মোবাইল কন্ট্রোল স্টেশনের মাধ্যমে যেকোনো স্থান থেকে এটি পরিচালনা করা সম্ভব।