ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

সীমান্তে ড্রোন ব্যবহার করছে বাংলাদেশ, দাবি ভারতের

#

নিজস্ব সংবাদদাতা

০৪ মার্চ, ২০২৫,  3:38 PM

news image
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক নজরদারি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে মঙ্গলবার (৪ মার্চ) এ অভিযোগ করা হয়েছে। প্রতিবেদনে ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের হাতে থাকা টিবি-২ বায়রাক্টার ড্রোনগুলি সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তের নিকটবর্তী অঞ্চলে নিয়মিত উড্ডয়ন করছে।  

এএনআই-এর দাবি, বাংলাদেশ তুরস্ক থেকে সংগ্রহ করা এসব ড্রোনের মাধ্যমে ভারতীয় সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করছে। ভারতীয় কর্তৃপক্ষ ড্রোনগুলির উড্ডয়ন শনাক্ত করে রাডার ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে কঠোর নজরদারি চালাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, কিছু ক্ষেত্রে এসব ড্রোন একটানা ২০ ঘণ্টারও বেশি সময় আকাশে থাকতে সক্ষম।  

বায়রাক্টার টিবি-২ ড্রোনগুলি গোয়েন্দা তথ্য সংগ্রহ, লক্ষ্য শনাক্তকরণ এবং সুনির্দিষ্ট হামলার জন্য বিখ্যাত। এতে যুক্ত রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রো-অপটিক্যাল ক্যামেরা, ডাটা-লিংক সিস্টেম এবং লেজার গাইডেড মিসাইল। প্রতি ঘণ্টায় ২২২ কিলোমিটার গতিসম্পন্ন এই ড্রোন ৩০০ কিলোমিটার দূরত্ব থেকে নিয়ন্ত্রিত হয় এবং ৭০০ কেজি পর্যন্ত অস্ত্র বহনে সক্ষম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এর ব্যবহার বিশ্বজুড়ে আলোচিত হয়েছে।  

টিবি-২ ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এবং ২৭ ঘণ্টা পর্যন্ত আকাশে থাকতে পারে। ২৫,০০০ ফুট উচ্চতায় উড়ে বাস্তব সময়ে ভিডিও প্রেরণের সক্ষমতা থাকায় এটি আধুনিক যুদ্ধকৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া মোবাইল কন্ট্রোল স্টেশনের মাধ্যমে যেকোনো স্থান থেকে এটি পরিচালনা করা সম্ভব।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী