সংবাদ শিরোনাম
সিরিয়ায় শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ১১
০১ মার্চ, ২০২২, 10:31 PM

NL24 News
০১ মার্চ, ২০২২, 10:31 PM

সিরিয়ায় শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড,নিহত ১১
অনলাইন ডেস্ক : মঙ্গলবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের আল-হামরা স্ট্রিটের লা মিরাদা মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জন নিহত হন।
রাজধানী দামেস্কের আল-হামরা স্ট্রিটের লা মিরাদা মলে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। দেশটির ফায়ার সার্ভিস দল ঘটনার তদন্ত করছে।
পুরো ছয় তলা ভবনটিই আগুনে ছেয়ে যায়। আগুন নেভাতে ২০টি অগ্নিনির্বাপক গাড়ি ব্যবহৃত হয়েছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক জানান, নিহতদের বেশিরভাগই স্টাফ ও নিরাপত্তা কর্মী। এদিকে দামেস্কের হাসপাতালের এক কর্মী মোহাম্মদ আবুলরিশ জানিয়েছেন, তারা সাতটি মরদেহ পেয়েছেন। যেগুলো খুবই খারাপ ভাবে পুড়ে গেছে। ফলে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
সম্পর্কিত