সিরিয়ায় বিমান হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান রাশিয়ার
১২ ফেব্রুয়ারি, ২০২২, 12:08 PM

NL24 News
১২ ফেব্রুয়ারি, ২০২২, 12:08 PM

সিরিয়ায় বিমান হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি আহ্বান রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরাইলের ধারাবাহিক বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। সিরিয়ার ভূমিতে হামলা বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছে, এ ধরনের হামলা চলতে থাকলে তেল আবিবকে ভূকৌশল ও নিরাপত্তাগত পরিণতির মুখোমুখি হতে হবে।
জাখারোভা বলেন, “সিরিয়ার বিভিন্ন অবস্থানে ইসরাইলের অব্যাহত হামলা গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এসব হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এ ধরনের হামলায় উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
১৯৬৭ সালে ইসরাইল সিরিয়ার গোলান মালভূমি দখল করার পর থেকে দু’পক্ষ কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। ওই মালভূমি থেকে সিরিয়ার ওপর নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার পর এ ধরনের হামলা বেড়ে গেছে।