ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া, যা বললেন ড. ইউনূস ইতিহাসে প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো রংপুর পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে

সালাউদ্দিনের বিরুদ্ধে খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলা

#

নিজস্ব সংবাদদাতা

২৬ আগস্ট, ২০২৪,  12:58 PM

news image
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দমনপীড়নের দায়ে শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। মামলা থেকে মুক্তি মিলছে না ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদেরও। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এবার বাফুফে সভাপতি ও সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে হয়েছে হত্যাচেষ্টা মামলা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলা হয়েছে। এছাড়া এই মামলায় বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদকেও আসামি করা হয়েছেন।

এই মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ৫০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে মামলাটি করেন ব্যান্ড শিল্পী আসিফ ইমাম। আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তাঁর গাড়িবহরে হামলা চালান। সে সময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২–১৪টি গাড়ি ভাঙচুর করা হয়। ৪টি মোটরসাইকেলে আগুন ধরানো হয়। এ ছাড়া নেতা–কর্মীদের মারধর করা হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোটের সঙ্গে যুক্ত শেখ হেলাল, ফারুক খান, নিক্সন চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, এ কে এম মমিনুল হক সাঈদ প্রমুখ মামলার অন্য আসামিদের মধ্যে আছেন। এ ছাড়া একই মামলায় অভিনেতা জায়েদ খান, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়কেও আসামি করা হয়েছে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল