সারা দেশে ৩০০ বিজিবি মোতায়েন
১৯ জুলাই, ২০২৪, 3:56 PM

NL24 News
১৯ জুলাই, ২০২৪, 3:56 PM

সারা দেশে ৩০০ বিজিবি মোতায়েন
আজ শুক্রবারও শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি চলছে সারা দেশে।কর্মসূচি ঘিরে চলমান সংঘাত ও সহিংসতার মধ্যে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩০০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। শুধু ঢাকাতেই ৭৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছে।
আজ বেলা পৌনে তিনটায় বিজিবি সদর দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। বাহিনী সূত্র বলছে, প্রতিটি প্লাটুনে ৩০ জন করে সদস্য রয়েছেন। তাঁরা আজ সকাল থেকেই সংঘাতপূর্ণ এলাকাগুলোয় অবস্থান নিয়েছেন। এদিকে আজ সকাল থেকেই রাজধানীর বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী, পল্টন, প্রেসক্লাব, সেগুনবাগিচা, উত্তরা, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন স্থান থেকেও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।