ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

সাকিবকে নিয়ে বলছেন, আমিনুলের সময় চুপ ছিলেন: আইন উপদেষ্টা

#

নিজস্ব সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২৪,  6:19 PM

news image
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর থানায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে।

 যদিও তিনি দেশের বাইরে। জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন। তার পক্ষে বিপক্ষে অনেকে বক্তব্য দিচ্ছেন । তার সতীর্থরা  তাকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন ।  কিন্তু কী আছে সাকিবের ভাগ্যে?

বুধবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে। তিনি কথা বলছিলেন জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ইস্যুতে।

হঠাৎই এক সাংবাদিক যখন প্রশ্ন করে বসেন, সাকিবের নামে হওয়া হত্যা মামলার কী হবে, তখন পাল্টা প্রশ্ন করেন উপদেষ্টা নিজেও। বলেন, সাকিবকে নিয়ে বলছেন? ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন?

আসিফ নজরুল বলেন, সাকিবের যা অর্জন, তা ব্যক্তিগত। কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন। অথচ তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। দিনের পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল।

উপদেষ্টা আরও বলেন, সাকিবকে তো গ্রেফতার করা হয়নি। তার নামে কেবল মামলা হয়েছে। দেশে এলে তাকে গ্রেফতার করা হবে না, এমন ইঙ্গিতও দেন আইন উপদেষ্টা।

সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আর আমিনুল যে ফুটবলার, রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছে, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী