নিজস্ব সংবাদদাতা
০১ জানুয়ারি, ২০২২, 9:11 PM
সরকারের পছন্দের লোক দিয়েই ইসি গঠন হবে
নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের মাধ্যমে সার্চ কমিটি গঠন করা হলেও তাতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেছেন, সরকারের পছন্দের লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে। আজ শনিবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘সুশাসন নিশ্চিতকরণে স্থানীয় সরকারের ভূমিকা’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে আকবর আলি খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন সরকারের অধীনে হবে, তা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়েই নির্ধারিত হবে। নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি করে কোনো লাভ হবে না। সরকারের পছন্দের তালিকাভুক্ত লোক দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হবে। বর্তমান কে এম নূরুল হুদা কমিশন আইনের সঠিক প্রয়োগ করে নাগরিক অধিকার সুরক্ষা ও ভালো নির্বাচন করতে পারত, যা বাস্তবে হয়নি।’