সরকারি চাকরিতে পুরুষদের দাড়ি-টুপির ক্ষেত্রে নতুন নির্দেশনা
২৯ মার্চ, ২০২২, 10:11 AM

NL24 News
২৯ মার্চ, ২০২২, 10:11 AM

সরকারি চাকরিতে পুরুষদের দাড়ি-টুপির ক্ষেত্রে নতুন নির্দেশনা
অনলাইন ডেস্ক : তালেবান সরকার সরকারি দপ্তরে পুরুষ কর্মীদের উপর নতুন নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনায় সরকারি চাকরিজীবীদের দাড়ি না কামাতে, আফগানিস্তানের ঐতিহ্যবাহী পোশাক-ঢিলেঢালা আফগানি লম্বা কুর্তা ও পাজামা পরতে এবং মাথায় টুপি বা পাগড়ি বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে।
দাড়ি না রাখলে এবং মাথায় টুপি না পরলে চাকরি চলে যেতে পারে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে।
নিরাপত্তার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্ররা জানায়, কর্মীরা নতুন নিয়ম ঠিক মতো মেনে চলছে কি না দেখার জন্য আফগানিস্তানের পূণ্যের প্রচার এবং পাপের প্রতিরোধ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার দেশটির সব সরকারি দপ্তরের প্রধান ফটকে পাহারা দিয়েছে এবং নজর রেখেছে।
এছাড়া সরকারি দপ্তরগুলোকে সঠিক সময়ে সব কর্মীদের নামাজ আদায়ের ব্যবস্থা করার নির্দেশও জারি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, নতুন নির্দেশনা না মানলে কর্মীরা কার্যালয়ে ঢুকতে পারবে না। নির্দেশা না মানলে তাদের চাকরিচ্যুত করা হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।