ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
ছুটি বাড়ল দুই ঈদ ও দুর্গাপূজার রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন গঠন করল সরকার বিশ্বে ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যে বসবাস করছে অভিবাসন নিয়ে প্রশ্ন করতেই সঞ্চালকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় কমলার ধর্ষণের অভিযোগে এমবাপ্পের পাশে রিয়াল ভারত ‘ভয়াবহ ভুল’ করেছে, বললেন ট্রুডো গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক মিনহাজ মানুষ বলতে শুরু করেছে ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’: আওয়ামী লীগ ১১ বছর পর খালাস পেলেন সাংবাদিক রবিউল

সবাইকে টপকে গেছে ফ্রান্স, দীর্ঘ আট মাস পর আবারও মৃত্যু দেখল বিশ্ব

#

০২ ফেব্রুয়ারি, ২০২২,  9:27 AM

news image
১১ হাজারের বেশি মৃত্যু

অনলাইন ডেস্ক : ভাইরাসে ছোবলে বিভিন্ন দেশে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। দীর্ঘ আট মাস পর একদিনে আবারও ১১ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। 

কেবল গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সারাবিশ্বে করোনায় মারা গেছে ১১ হাজার ১৬৮ মানুষ। 

এদিকে, এদিন বিশ্বজুড়ে নতুনভাবে শনাক্ত হয়েছে ২৮ লাখ ৬৩ হাজার ৭৯২ জনের সংক্রমণ। 

অবশ্য সংক্রমণ শনাক্তে সবাইকে টপকে গেছে ফ্রান্স। দেশটিতে আবারও দিনে ৪ লাখের বেশি করোনা শনাক্ত হয়েছে। গত ২৮ ঘণ্টায় (মঙ্গলবার) ফ্রান্সে মোট চার লাখ ১৬ হাজার ৮৯৬ জনের শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদিন দেশটিতে মৃত্যু হয়েছে ৩৮১ জনের।

মঙ্গলবার প্রাণহানির শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৮০ জনের। এছাড়া এই সময়ে দেশটিতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দুই লাখ ৬৪ হাজার ৬৯৩ জনের।

মঙ্গলবার ভারতে এক লাখ ৫৮ হাজার ৫৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৭২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা শনাক্ত হয়েছে এক লাখ ২৫ হাজার ৮৩৬ জনের শরীরে। মৃত্যু হয়েছে ৬৬৩ জনের।

যুক্তরাজ্যে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ১২ হাজার ৪৫২ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২১৯ জনের।

আর ব্রাজিলে সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৭১ হাজার ২৮ জনের। মৃত্যু হয়েছে ৭৬৭ জনের।

জার্মানিতে এদিন করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৮৩ হাজার ৪৩৪ জনের শরীরে। মৃত্যু হয়েছে ১৮২ জনের। 

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল