ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

সত্যিই কি ইমরান খান গৃহবন্দী বা গ্রেফতার হতে পারেন

#

০৮ অক্টোবর, ২০২২,  4:22 PM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গৃহবন্দী করার একটি পরিকল্পনা তৈরি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। 


পরিকল্পনা অনুযায়ী, লংমার্চের ঘোষণার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তার বানিগালার বাসভবনে গৃহবন্দী করার জন্য পুলিশকে অনুমতি দেওয়া হয়েছে।


গতকাল শুক্রবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পিটিআই প্রধানকে পাবলিক অর্ডিন্যান্স রক্ষণাবেক্ষণের অধীনে আটক করা হবে।


দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অধীনে জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একটি লংমার্চের জন্য চূড়ান্ত আহ্বানে দলীয় কর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন ইমরান খান। সম্প্রতি কিছু জেলায় পিটিআই সমর্থক ও নেতারা শপথ নিয়েছেন যে তারা ‘প্রকৃত স্বাধীনতা মিছিল’-এর জন্য সমস্ত ত্যাগ স্বীকার করবেন।


সূত্রের বরাত দিয়ে ডন জানিয়েছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান খাইবার পাখতুনখোয়া বা পাঞ্জাব থেকে লংমার্চের যাত্রা শুরু করলে ইসলামাবাদে প্রবেশের আগে তাকে গ্রেফতারের জন্য সরকার একটি ‘প্ল্যান বি’ও প্রস্তুত করেছে। 


দক্ষিণ দিক থেকে রাজধানীতে প্রবেশের চেষ্টা করলে পিটিআই প্রধানকে রাওয়াত টি-ক্রস-এ গ্রেফতার করা হবে। তারা বলেছে, উত্তর-পশ্চিম দিক থেকে রাজধানীতে যাত্রা করার চেষ্টা করলে তাকে তরনোলে গ্রেফতার করতে পুলিশ মোতায়েন করা হবে।’

কর্মকর্তারা বলেছেন, ইমরান খানের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ দল সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পিটিআই চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদে আসন্ন লংমার্চে সরকারকে যে চমক দেয়ার কথা বলেছেন। তিনি কি আদো সে চমক দিতে পারবেন? নাকি ইমরান খানকে গ্রেফতার বা গৃহবন্দী করে পিটিআই চেয়ারম্যানকে চমক দেখায় শাহবাজ সরকার।

কেননা এর আগে ইমরান খানকে লংমার্চ করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।


সূত্র: ডন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী