শ্রীলঙ্কার বিভিন্ন স্কুলে লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল
১৯ মার্চ, ২০২২, 10:00 PM

NL24 News
১৯ মার্চ, ২০২২, 10:00 PM

শ্রীলঙ্কার বিভিন্ন স্কুলে লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল
অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কার পশ্চিম প্রদেশের বিভিন্ন স্কুলের লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।
কারণ, কলম্বোতে ছাপার কাগজ ফুরিয়ে গেছে। সেইসঙ্গে কাগজ আমদানিতে অর্থায়নের জন্য বৈদেশিক মুদ্রার (ডলার) অভাব দেখা দিয়েছে।
১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ আর্থিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রদেশের শিক্ষা কর্তৃপক্ষ বলেছে, কাগজের তীব্র ঘাটতির কারণে সোমবার থেকে এক সপ্তাহের জন্য নির্ধারিত সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
তারা আরও বলেছে, ‘বৈদেশিক মুদ্রার অভাবে প্রয়োজনীয় কাগজ ও কালি আমদানি করা যাচ্ছে না। ফলে স্কুলের অধ্যক্ষরা পরীক্ষা নিতে পারছেন না।’