শীতের দাপট বাড়ছে, আসছে একাধিক শৈত্যপ্রবাহ
নিজস্ব সংবাদদাতা
০২ জানুয়ারি, ২০২৫, 6:52 PM
নিজস্ব সংবাদদাতা
০২ জানুয়ারি, ২০২৫, 6:52 PM
শীতের দাপট বাড়ছে, আসছে একাধিক শৈত্যপ্রবাহ
নতুন বছরের শুরুতেই দেশে শীতের দাপট বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এর মধ্যে কয়েকটি হবে মাঝারি মাত্রার (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) এবং এক-দুটি হতে পারে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস)।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পশ্চিমাঞ্চলে তীব্র শীতের সম্ভাবনা বেশি। দেশের অন্যান্য অঞ্চলেও মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, জানুয়ারি মাসজুড়ে শীতের তীব্রতা বেশি থাকবে। তিনি বলেন, “এ মাসে ১ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। উত্তরের হিমেল বাতাসের প্রভাবে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।”
তিনি আরও বলেন, “শৈত্যপ্রবাহের প্রথম ধাক্কা শুক্রবার পর্যন্ত থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট অঞ্চলে শীতের অনুভূতি সবচেয়ে বেশি হবে। এর প্রভাব ধীরে ধীরে দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।”
আবহাওয়াবিদরা বলছেন, এবারের শীত গত কয়েক বছরের তুলনায় বেশি তীব্র হবে। বিশেষ করে রাত ও ভোরে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। সাধারণত তাপমাত্রা ৬ ডিগ্রির নিচে নামলে তীব্র, ৬-৮ ডিগ্রির মধ্যে হলে মাঝারি এবং ৮-১০ ডিগ্রির মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।