ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআর আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে ৫৭টি মুসলিম দেশ, চাপে ভারত পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, পাল্লা ১২০ কিমি ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ২

শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে যেসব খাওয়াবেন

#

১২ জানুয়ারি, ২০২২,  12:32 PM

news image


ডেস্ক রিপোর্ট: দেশে করোনা সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যের বিকল্প নেই।

জেনে নেওয়া দরকার কোন কোন খাবার খেলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

১) সন্তানকে পর্যাপ্ত পানি পান করান। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রথম সিঁড়িটিই হল পর্যাপ্ত পরিমাণ পানি পান করা।

২) খাওয়ান সবুজ শাক সবজি। খাওয়ার পাতে সবুজ রং দেখলেই দৌড়ে পালানো শিশুদের অভ্যাস। কিন্তু পালংশাক বা লেটুসের মতো খাদ্যে রয়েছে ফাইবার, আয়রন, ক্যালশিয়াম ও ভিটামিন সি এর মতো একাধিক গুরুত্বপূর্ণ উপাদান যা মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা।

৩) নিয়মিত খাওয়ান ব্রকোলি। ফাইবার ও একাধিক খনিজ পদার্থে ভরপুর একটি সবজি হল ব্রকোলি। সংক্রমণ আটকাতেও এর জুড়ি মেলা ভার। আবার খেতেও কিন্তু খুব একটা মন্দ নয়। ৪) সবজি খেতে শিশুদের যতই অনীহা থাক, বাদাম খেতে কিন্তু মন্দ লাগে না কারও। সন্তানকে কাঠবাদাম, পেস্তা, কাজু কিংবা আখরোট খাওয়ান নিয়মিত। সঙ্গে মিশিয়ে দিতে পারেন কিশমিশও।

৫) খাওয়াদাওয়ার পর এক টুকরো আমলকি নিয়মিত খাওয়ান সন্তানকে। আমলকির মতো স্বাস্থ্যকর ফল সত্যিই বিরল। সাধারণ সর্দি-কাশি-গলা ব্যথা থেকে পেটের গোলযোগ। ঘরোয়া টোটকার নিরিখে সবচেয়ে উপরে থাকবে আমলকি। চিবিয়ে খেতে অসুবিধা হলে রস করে একবারে খেয়ে নিলেও মিলবে পুষ্টি। চাইলে খাওয়া যেতে পারে ছোট ছোট করে টুকরো করে রোদে শুকিয়েও।


logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী