শাহবাজকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন পুতিন
১৩ এপ্রিল, ২০২২, 10:59 AM

NL24 News
১৩ এপ্রিল, ২০২২, 10:59 AM

শাহবাজকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন পুতিন
অনলাইন ডেস্ক : স্থানীয় সময় মঙ্গলবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শাহবাজের শাসনামলে পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশা করছেন তিনি।
রাশিয়ার দূতাবাসের এক টুইটে বলা হয়, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমির পুতিন আশাবাদী যে আফগান ইস্যু, সন্ত্রাস মোকাবিলা এবং পাকিস্তান-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ উদ্যোগ নেবেন।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে বর্তমান নেতৃত্বের ‘সংবিধান ও আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য সুবিবেচিত অবস্থানের’ প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী।
মঙ্গলবার সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি বৈঠক থেকে এ সংক্রান্ত একটি নোটে এ কথা বলা হয়েছে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীকে ব্যাপকভাবে বিরূপ সমালোচনা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে এমন নোট দেওয়া হলো।