নিজস্ব সংবাদদাতা
১১ নভেম্বর, ২০২৪, 12:13 PM
শাহজালাল বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য বিশেষ লাউঞ্জ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী কর্মীদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার সকালে লাউঞ্জটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই লাউঞ্জটি স্পন্সর করেছে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের অভিবাসী কর্মীরা জাতি গঠনের কারিগর। জুলাই-আগস্ট মাসের গণজাগরণে তারা বড় ভূমিকা রেখেছিল। আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ থাকব।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাদের যাত্রা সহজ করবে।’
হজরত শাহজালাল বিমানবন্দরে প্রথমবারের মতো প্রবাসী লাউঞ্জ চালু করা হলো। এটি বাংলাদেশি অভিবাসী কর্মীদের বিশ্রাম নেওয়ার জন্য কিছু জায়গা এবং কম খরচে খাবারের সুবিধা দেবে।
উদ্বোধন অনুষ্ঠানে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল তাঁর বক্তব্যে বাংলাদেশের অভিবাসী কর্মী ও প্রবাসী জনগোষ্ঠীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশে আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজ্জালি বলেন, জাতিসংঘের এই সংস্থা বাংলাদেশি অভিবাসী কর্মীদের সহায়তায় লাউঞ্জটি স্পন্সর করেছে।
গাজ্জালি বলেন, ‘এটি সম্মানিত প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত।’ তিনি বলেন, ‘আইওএম প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবকও স্পন্সর করছে, যারা বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করবে।’