শর্মিলা মাইতির সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা
আন্তর্জাতিক ডেস্ক
২২ মে, ২০২৪, 12:05 PM

আন্তর্জাতিক ডেস্ক
২২ মে, ২০২৪, 12:05 PM

শর্মিলা মাইতির সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা
শর্মিলা মাইতির সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা
মঙ্গলবার (২১ মে) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, গবেষক, সাংবাদিক আনসার আহমদ উল্লাহর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের উপস্থাপনায় বক্তব্য দেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সংগঠনের সহসভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, শিক্ষিকা প্রিয়াংকা গুপ্তা প্রমুখ।
শুভেচ্ছা জানিয়ে অতিথি সাংবাদিক শর্মিলা মাইতির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ড. আজিজুল আম্বিয়া।
প্রীতিসভায় বক্তারা বলেন, প্রবাসে তরুণ-প্রবীণ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কমিউনিটিতে অনন্য ভূমিকা পালন করছেন। বিলেতে বাংলা সংবাদপত্রের ইতিহাস শতবর্ষ পাড়ি দিয়েছে। পাশাপাশি বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি আন্তর্জাতিক পর্যায়ে আরও বিকশিত করার লক্ষ্যে বিলেতে বাঙালিরা কাজ করে যাচ্ছেন।