ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

লোহিত সাগরে পর্যটকবাহী প্রমোদতরী ডুবে নিখোঁজ ১৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৪,  11:08 AM

news image
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে অন্তত ১৭ জন নিখোঁজ হয়েছেন। আর উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। মিশর কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, পর্যটকবাহী প্রমোদতরী ‘সী স্টোরি’ গত রোববার মিশরের পর্যটন শহর মারসা আলমের কাছের বন্দর থেকে ছেড়ে আসে। স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টা নাগাদ এটি বিপদ সংকেত পাঠায়। বৈরি আবহাওয়ার কারণে নৌযানটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

মিশরের রেড সী প্রদেশের গভর্নর অমর হানাফি জানান, ৩১ জন পর্যটক ও ১৪ জন ক্রু নিয়ে ‘সী স্টোরি’ ৫ দিনের ভ্রমণে বের হয়েছিল। বেঁচে যাওয়াদের মারসা আলমের দক্ষিণে ওয়াদি আল জেমাল এলাকায় খুঁজে পাওয়া যায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান গভর্নর।

এ ঘটনায় মিশরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এল ফাতেহ এবং সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার প্রচেষ্টা জোরদার করছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়া উদ্ধারকারী দলগুলো টানা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। 

প্রমোদতরীটির ক্রুরা মিশরীয় ছিলেন বলে জানিয়েছে মারসা আলমের স্থানীয় পরিষদ। আর পর্যটকদের মধ্যে মার্কিন, ব্রিটিশ, স্প্যানিশ, জার্মান, স্লোভাকিয়ান, সুইস, পোলিশ, বেলজিয়ান, আইরিশ, ফিনিশ, নরওয়েজিয়ান ও চীনা নাগরিক ছিলেন।

ঠিক কীভাবে নৌযানটি ডুবে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃতরা জানান, একটি ঢেউ নৌযানটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়। অবশ্য আবহাওয়ার পূর্বাভাসে রোববার ও সোমবার সামুদ্রিক কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক করা হয়েছিল।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী