ঢাকা ১৯ এপ্রিল, ২০২৪
সংবাদ শিরোনাম
পটিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন পটিয়ায় ক্বলবে কুরআন আলো ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পটিয়ায় মুক্তিযোদ্ধাকে বাঁচাতে গিয়ে হামলার শিকার একজন পটিয়া এলডিপির ইফতার মাহফিল সম্পন্ন আনোয়ারায় ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ আ'লীগ নেতাদের ঈদ উপহার পৌঁছে দিলেন মেয়র আইয়ুব বাবুল উখিয়ায় বিট অফিসার সজল হত্যার ঘটনায় শোক ও প্রতিবাদ সভা ধরা’র নাগরিক অবস্থান "গাছ বাঁচাও প্রকৃতি বাঁচাও " এবং বনকর্মকর্তা সজলের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কর্মসূচী রাজনৈতিক সৌহার্দ্যেকে এগিয়ে নিতে যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে এমএএফ কক্সবাজারের সভা পটিয়ায় র‍্যাবের হাতে অস্ত্র কার্তুজ সহ গ্রেফতার শীর্ষ ব্যবসায়ী হামিদ-ধরা ছোয়ার বাইরে গডফাদার সোহেল

লেবার বি এম ই কাউন্সিলারদের সংবর্ধনা অনুষ্ঠিত

#

১০ মার্চ, ২০২৩,  6:01 PM

news image

গত ৯ মার্চ সন্ধ্যায় পুরব লন্ডনের মাইক্রবিজনেস পার্কে বেথনালগ্রিন এবং বো লেবার পার্টি বি এম ইর উদ্যোগে লন্ডনে প্রথমবারের মত নির্বাচিত লেবার বি এম ই কাউন্সিলারদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডক্টর আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনালগ্রিন এবং বো আসনের এম পি রুশনারা আলি। বিশেষ ছিলেন লন্ডন এসেম্বলি মেম্বার উমেশ দেশাই, টাওয়ার হেম্লেটস লেবার গ্রুপ লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক লিডার হেলাল আব্বাস। অনুস্টানে লন্ডনের ৬টি কাউন্সিলে প্রথমবারের মত নির্বাচিত লেবার বি এম ই কাউন্সিলারদের ফুল দিয়ে বরণ করা হয়। শুরুতে ব্রিটেনের সদ্য প্রয়াত রাণী এলিজাবেথ এবং বাংলাদেশের মহান স্বাধিনতার মাস উপলক্ষে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।  তাছাড়া, টাওয়ার হ্যামলেটস এর গত তিন যুগ ধরে নির্বাচিত লেবার বি এম ই স্পিকার এবং সিরিমনিয়েল মেয়রগণকে ফুলেল সংবর্ধনা  প্রদান করা হয়। লন্ডনের টাওয়ার হেমলেটস, নিউহাম, ক্রয়ডন, রেডব্রিজ এবং বারকিং এন্ড ডেগেনহাম কাউন্সিলে প্রথমবারের মত নির্বাচিত লেবার বি এম ই কাউন্সিলারগনকে একে একে অতিথিবৃন্দ এবং বেথনালগ্রিন এবং বো লেবার পার্টি বি এম ই কমিটির কমরেডগন ফুল দিয়ে বরণ করেন। 


সভায় রুশনারা আলি এম পি বেথনালগ্রিন এবং বো লেবার পার্টি বে এম ই কে এ ধরনের একটি ব্যতিক্রমি অনুস্টান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। অথিতি বৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এম বি ই, সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক স্পিকার ভিক্টোরিয়া অভাজি, সাবেক স্পিকার আহবাব হুসেন, সাবেক স্পিকার সাবিনা আক্তার, সাবেক মেয়র মতিনুজ্জামান। প্রথমবারের মত নিরবাচিতকাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন নিউহামের কাউন্সিলর উসমান গনি, কাউন্সিলর সাবিয়া কামালি, কাউন্সিলর দিনা হুসেইন, কাউন্সিলর নুর নাহার, বারকিং এন্ড ডেগেনহামের কাউন্সিলর মুহিব চৌধুরী , ক্রয়ডনের কাউন্সিলর মুহাম্মাদ ইসলাম, রেডব্রিজের কাউন্সিলর লুতফা রহমান, কাউন্সিলর সায়েদা লাভলি চৌধুরী, কাউন্সিলর সিকুল ইসলাম, টাওয়ার হেম্লেটস এর কাউন্সিলর শুভ হুসেইন, কাউন্সিলর মাইশা, কাউন্সিলর রেবেকা সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সলর সেরওয়ান চৌধুরী, কাউন্সিলর ফারুক মাহফুজ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর মুজিবর রহমান, কাউন্সলির রহিমা রহমান, কান্সিলর এনাম ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান। আরও বক্তব্য রাখেন ওয়েস্ট মিনিস্টারের সাবেক কাউন্সিলর শামিম তালুকদার, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, পপ্লার লাইমহাউজ বি এম ই সেক্রেটারি সাবেক কাউন্সিলর রুহুল আমিন, আনোয়ার পুনেকার, বি এম ই অফিসার রফিক উল্লাহ, নাজমা হুসেইন, হুসনে আরা মতিন, হামিদা ইদ্রিস, আনোয়ার মিয়া, হামিম চৌধুরী, রিদওয়ান হুসেন,আমিনা আলি, শাহেদা রহমান, মনিরুজ্জামান মনি, মাহ্মুদা বেগম । অনুস্টানে মানবাধিকার কর্মী আনসার আহমেদ উল্লাহ এবং পপ্লার লাইনহাউজ লেবার দলের ট্রেজারার সুলতান হায়দারকে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি আনিছুর রহমান আনিছ। তাছাড়া সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি, সাংবাদিক সামির হাসান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে সকলকে নৈশভুজে আপ্যায়িত করা হয়। 


logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল