ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

লেবার পার্টির বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৪,  12:44 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির। ওয়াশিংটনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দাখিল করা অভিযোগে এই হস্তক্ষেপকে 'নগ্ন বিদেশি হস্তক্ষেপ' হিসেবে বর্ণনা করা হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে কিছু ব্রিটিশ স্বেচ্ছাসেবক। যারা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারে যুক্তরাষ্ট্রে এসেছেন।

অভিযোগে বলা হয়েছে, লেবার পার্টির সদস্যরা বেআইনিভাবে কমলা হ্যারিসের প্রচারণায় অবদান রেখেছেন। নির্বাচন কমিশনকে বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানানো হয়েছে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে। এর আগে যুক্তরাজ্যের বিভিন্ন স্বেচ্ছাসেবীরা যুক্তরাষ্ট্রের নির্বাচনে অংশ নেওয়ার ইতিহাস রয়েছে। সাধারণত লেবার পার্টির সদস্যরা ডেমোক্র্যাটদের পক্ষে এবং কনজারভেটিভ পার্টির সদস্যরা রিপাবলিকানদের পক্ষে প্রচারণায় অংশ নেন।

গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় লেবার পার্টি। এই জয় পাওয়ার পর লেবার দলের কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গিয়ে ডেমোক্র্যাট কৌশলবিদদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।

এদিকে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার মনে করেন, ট্রাম্প নির্বাচনে জয়ী হলেও এ ধরনের অভিযোগের কারণে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো ক্ষতি হবে না। তিনি জানান, লেবার সমর্থকেরা তাদের নিজস্ব উদ্যোগেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। 

এর আগে মার্কিন নির্বাচনে রাশিয়া, চীন ও ইরানের হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলই। তবে সব পক্ষই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী