ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

লেবার পার্টির বিরুদ্ধে কর্মসংস্থান সংস্কার পিছিয়ে দেওয়ার অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪,  12:17 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা ব্রিটেনের দীর্ঘস্থায়ী কর্মসংস্থান সংকট নিরসনে প্রয়োজনীয় সংস্কার পিছিয়ে দিচ্ছে। ২ মিলিয়ন মানুষকে চাকরিতে ফেরানোর লক্ষ্য নিয়ে মঙ্গলবার সরকার একটি নতুন হোয়াইট পেপার প্রকাশ করেছে।

এতে মূলত চাকরি খোঁজার সমর্থন, চাকরির প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং কর্মসংস্থান সংকটে থাকা এলাকাগুলোর উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু কল্যাণ ভাতাব্যবস্থার সংস্কার এবং কল্যাণ খাতে ব্যয় কমানোর বিষয়ে কোনো প্রস্তাব এই বছর প্রকাশ করা হয়নি। তবে পরবর্তী বছরের বসন্তে এই বিষয়ে একটি পরামর্শ প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।  

ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (ডিডব্লিউপি) জানিয়েছে, অসুস্থতা ও প্রতিবন্ধিতার কারণে কর্মক্ষম লোকদের চাকরিতে ফিরিয়ে আনার জন্য একটি পর্যালোচনা আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত চলবে।  

এদিকে, ছুটিতে থাকা এবং কর্মক্ষমতা হারানো মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি মেনে নিয়ে সরকার বলেছে, প্রায় ৯ মিলিয়ন মানুষ ‘অর্থনৈতিকভাবে নিষ্ক্রিয়’ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার কারণে ২.৮ মিলিয়ন মানুষ চাকরিতে নেই।  

শেডো ওয়ার্ক অ্যান্ড পেনশনস সেক্রেটারি হেলেন হোয়াটলি বলেছেন, ‘লেবার পার্টি কল্যাণ ভাতা খরচ কমাতে চায়। কিন্তু এখনই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয়।’  

তবে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ‘আমাদের সংস্কার জনগণকে ভালো বেতন ও সুযোগ দিতে সাহায্য করবে। মানুষের আয় বাড়াবে এবং দেশের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে।’  

সরকার আরও জানিয়েছে, নতুন একটি ন্যাশনাল জবস অ্যান্ড কেরিয়ার সার্ভিস চালু করা হবে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহার করে চাকরি ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী