লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরাইল
২৫ এপ্রিল, ২০২২, 3:18 PM

NL24 News
২৫ এপ্রিল, ২০২২, 3:18 PM

লেবাননে গোলাবর্ষণ করেছে ইসরাইল
অনলাইন ডেস্ক : সোমবার ভোরে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের মাজদাল এলাকা এবং জিবকিন শহরের মধ্যবর্তী অঞ্চলে গোলাবর্ষণ করে ইসরাইল।
এ সময় ইসরাইলি সেনারা ভারী কামানের ২৩টি গোলাবর্ষণ করে। তবে এসব হামলায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরাইলের দাবি, দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরাইল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করার প্রতিবাদে তেলআবিব গোলাবর্ষণ করেছে।
১৯৬৭ সালে ইসরাইল লেবাননের শেবা কৃষি খামার দখল করে নেয়ার পর থেকে তেলআবিবের সঙ্গে বৈরুত কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। এখন পর্যন্ত ওই কৃষি খামার ফেরত দেয়নি দখলদার সরকার।
২০০০ সালে আগে একবার এবং ২০০৬ সালে আরেকবার দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইসরাইল।
দু’বারই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে মারাত্মকভাবে পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তেলআবিব।