লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ৮
২৪ এপ্রিল, ২০২২, 2:11 PM

NL24 News
২৪ এপ্রিল, ২০২২, 2:11 PM

লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণে নিহত ৮
অনলাইন ডেস্ক : রাশিয়ার গোলাবর্ষণে আটজন নিহত হয়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে । এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান সেরহি হাইদাই।
একটি টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন- শনিবার যখন হিরস্কে ও জোলোট শহরে বোমাবর্ষণ করা হয়েছিল, তখন ছয়জন মারা গিয়েছিল।
পৃথকভাবে পোপাসনা শহরে একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, যা বেশ কয়েক দিন আগে আঘাতপ্রাপ্ত হয়েছিল বলে জানা যায়।
হাইদাই আরও বলেন, সেভেরোদোনেৎস্ক শহরের একটি পুলিশ অফিস ধ্বংস করা হয়েছে।
এই সপ্তাহের শুরুর দিকে, রাশিয়া বলেছিল যে তারা রাজধানী কিইভসহ উত্তর ইউক্রেনের দখলে ব্যর্থ হওয়ার পরে লুহানস্ক এবং প্রতিবেশী দোনেৎস্ক অঞ্চলসমূহ দখল করার জন্য তাদের সামরিক অভিযানে মনোযোগ দিচ্ছে।