লিজ ট্রাসকে যে বার্তা দিল রাশিয়া
০৬ সেপ্টেম্বর, ২০২২, 3:44 PM

NL24 News
০৬ সেপ্টেম্বর, ২০২২, 3:44 PM

লিজ ট্রাসকে যে বার্তা দিল রাশিয়া
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিপক্ষে সরাসরি অ্যাকশনে যেতে পশ্চিমাদের একধরনের উস্কানিই দিয়েছিলেন তৎকালিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
সেই থেকেই লিজ ট্রাসের ওপর ক্ষেপে আছে মস্কো। এবার তার প্রধানমন্ত্রী হওয়ার খবরে রাশিয়া একরকম হতাশাই প্রকাশ করেছে।
এক বার্তায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ম্যাডাম ট্রাস যে মন্তব্য করেছেন, তার আলোকে বলা যায় তার আমলে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক জোরদার হওয়ার কোন সম্ভাবনা নেই।’
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় বরাবরই জোরালো সমালোচনা করেছেন লিজ ট্রাস।