লিজ কেবিনেটের শীর্ষ ৪ পদে এই প্রথম নেই কোনো শ্বেতাঙ্গ পুরুষ
০৭ সেপ্টেম্বর, ২০২২, 6:53 PM

NL24 News
০৭ সেপ্টেম্বর, ২০২২, 6:53 PM

লিজ কেবিনেটের শীর্ষ ৪ পদে এই প্রথম নেই কোনো শ্বেতাঙ্গ পুরুষ
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস গতকাল মঙ্গলবার দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রিসভা গঠন করেন। তাঁর মন্ত্রিসভায় রয়েছে বেশ কিছু চমক। এই প্রথম দেশটির কোনো সরকারের গুরুত্বপূর্ণ চার পদে নেই কোনো শ্বেতাঙ্গ পুরুষ। খবর রয়টার্সের।
নতুন সরকারের প্রধান লিজ ট্রাস শ্বেতাঙ্গ হলেও তিনি একজন নারী। স্কটল্যান্ড ও ইংল্যান্ডে বেড়ে উঠেছেন তিনি।
ব্রিটেনের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী হিসেবে কোয়াসি কোয়ার্টেংকে নিয়োগ দিয়েছেন ট্রাস। তাঁর মা-বাবা ১৯৬০–এর দশকে ঘানা থেকে এই দেশে এসেছিলেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লিভারলি। তাঁর মা সিয়েরা লিওন বংশোদ্ভূত আর বাবা একজন শ্বেতাঙ্গ। মিশ্র-বর্ণের শিশু হওয়ায় তাঁকে নিগৃহীত হতে হয়েছিল বলে অতীতে অভিযোগ করেছেন তিনি। কৃষ্ণাঙ্গ ভোট পেতে তাঁর দল কনজারভেটিভ পার্টির আরও বেশি কিছু করা প্রয়োজন বলেও মন্তব্য করেন ক্লিভারলি।
স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে সুয়েলা ব্রাভারম্যানকে। ছয় দশক আগে তাঁর মা-বাবা কেনিয়া ও মরিশাস থেকে ব্রিটেনে পাড়ি জমান। জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় থেকে দ্বিতীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। সুয়েলা পুলিশ ও অভিবাসন বিভাগের দেখভালের দায়িত্বে থাকবেন।
সাম্প্রতিক বছরগুলোতে পার্লামেন্ট নির্বাচনে বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েছে কনজারভেটিভ পার্টি। এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভায়ও ক্রমশ সেই বৈচিত্র্য বাড়ানো হচ্ছে।