লম্বা নারীর প্রথম বিমান সফর
০৫ নভেম্বর, ২০২২, 5:17 PM

NL24 News
০৫ নভেম্বর, ২০২২, 5:17 PM

লম্বা নারীর প্রথম বিমান সফর
বিমানের ছয়টি আসনকে স্ট্রেচারে পরিণত করে বিশ্বের সবথেকে লম্বা নারী রুমাইসা গেলগিরকে ভ্রমণের সুযোগ করে দিয়েছে তুর্কি এয়ারলাইনস। ওয়েভার সিনড্রোম রোগের জন্য তার বিমান ভ্রমণ করা এতদিন অসম্ভব ছিল। তবে সাত ফিট উচ্চতার গেলগির জন্য পরে বিশেষ ব্যবস্থা করা হয়। আর এরপরই বিমানে করে তিনি ইস্তাম্বুল থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো সফর করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ২৫ বছরের গেলগি একজন সফটওয়্যার ডেভেলপার। গিনেসের সহায়তায় একটি ইভেন্টে যোগ দিতে এবং তার পেশাদার ক্যারিয়ার বিকাশে তিনি যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চেয়েছিলেন।দৈনন্দিন চলাফেরার জন্য সাধারণত হুইলচেয়ার ব্যবহার করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, এটি ছিল আমার প্রথম ফ্লাইট, তবে এটি আমার শেষ ফ্লাইট হচ্ছে না। হুইলচেয়ারে করেই মায়ের সাথে প্রথম বিমান সফর করেন তিনি। পরে স্ট্রেচারে শুয়ে ১৩ ঘণ্টায় সান ফ্রান্সিসকোতে পাড়ি দেন