ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

লন্ডনে শেখ হাসিনার সমাবেশে প্রকাশ্যে সাবেক মন্ত্রী-সাংসদরা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৪,  11:30 AM

news image
ছবি: সংগৃহীত

লন্ডনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা এই নেতাদের প্রকাশ্যে দেখা যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন। দুর্নীতি মামলায় অভিযুক্ত অনেকের এই সমাবেশে অংশগ্রহণ ভবিষ্যৎ রাজনীতির নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে।

রবিবার ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে এক সমাবেশের আয়োজন করেছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ। এই সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। তাঁদের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই তাঁদের প্রথম প্রকাশ্য উপস্থিতি।

আব্দুর রহমান ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। শফিকুর রহমান চৌধুরী ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের প্রতিনিধি ছিলেন। এ ছাড়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে জানুয়ারি মাসে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান কিংবা দেশ ছাড়েন। তবে এই সমাবেশে তাঁদের উপস্থিতি নতুন রাজনৈতিক হিসাব-নিকাশের ইঙ্গিত দিচ্ছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী