লন্ডনে আল জাজিরার ক্যামেরায় ধরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর, ২০২৪, 12:46 PM

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর, ২০২৪, 12:46 PM

লন্ডনে আল জাজিরার ক্যামেরায় ধরা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় সম্প্রচারিত এক প্রতিবেদনের পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ বিদেশি সম্পদের খবরে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। অনেকদিন তার অবস্থান অজানা থাকলেও সম্প্রতি কাতারভিত্তিক এই গণমাধ্যমটি তাকে লন্ডনে খুঁজে পেয়েছে।
আল জাজিরার অনুসন্ধানী দল ‘আই ইউনিট’ সাবেক মন্ত্রীর বিদেশে বিপুল সম্পদ নিয়ে ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয়, সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রীর নামে দুবাইতে ৩০০টিরও বেশি সম্পত্তি রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, তার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে এবং তাকে দেশ ছাড়তে আদালত নিষেধ করেছে।
সম্প্রতি সাংবাদিক জুলকারনায়েন সায়ের তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে লন্ডনের রাস্তায় সাইফুজ্জামানকে লুকিয়ে চলাফেরা করতে দেখা যায়। ভিডিওতে তিনি সবুজ রঙের টি-শার্ট ও ক্যাপ পরে স্বাভাবিকভাবে হাঁটছিলেন এবং একটি দোকানে ঢুকে সিগারেট খেতে দেখা যায়।
আল জাজিরার দাবি, তারা দীর্ঘ অনুসন্ধানের পর সাবেক মন্ত্রীকে খুঁজে বের করেছে। প্রতিবেদনে বলা হয়, তিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন নেতা এবং তার বিপুল পরিমাণ সম্পদ মূলত বিদেশে ছড়িয়ে রয়েছে। এই সম্পদগুলো নিয়েই আল জাজিরার আই ইউনিট দলটি তদন্ত করে।
গত সেপ্টেম্বরে আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে সাইফুজ্জামানের সম্পদের ব্যাপারে বিশদ তথ্য উঠে আসে।