লন্ডনে আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
২৩ মে, ২০২২, 5:02 AM

NL24 News
২৩ মে, ২০২২, 5:02 AM

লন্ডনে আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
প্রয়াত প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও কলামিষ্ট মরহুম আব্দুল গাফ্ফার চৌধুরীর মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের পক্ষ থেকে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২২ মে রবিবার পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে কবি, সাংবাদিক,সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।
মিলাদ পূর্ববর্তী আলোচনায় অংশ নেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু এম পি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মরহুমের পুত্র অনুপম রেজা চৌধুরী, সহকারী হাইকমিশনার জাহিদুল ইসলাম, হাইকমিশনের প্রেস সেক্রেটারি আশেকুন্নবী, মরহুমের নাতী জেকব চৌধুরী, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমদ খান প্রমুখ ।