রাশিয়ার ৩ সামরিক হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন
১৬ মার্চ, ২০২২, 12:19 PM

NL24 News
১৬ মার্চ, ২০২২, 12:19 PM

রাশিয়ার ৩ সামরিক হেলিকপ্টার ধ্বংস করল ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের ২০ দিন অতিক্রান্ত। রাশিয়ার ক্রমাগত আগ্রাসনের মুখে দাঁড়িয়ে আবার পাল্টা আঘাত করল ইউক্রেন। ইউক্রেনের খেরসন আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।।
এই সময়কালে ইউক্রেনের সবচেয়ে বড় প্রত্যাঘাতের ঘটনা ঘটল খেরসন বিমানবন্দরে।
ইউক্রেনের সেনা রাশিয়ার অন্তত তিনটি সামরিক হেলিকপ্টারে আঘাত হেনেছে। কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ার ছবিও ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা রুশ সামরিক বাহিনীর গাড়িও ধ্বংস করেছে ইউক্রেনের সেনা।
ধ্বংসলীলার ব্যাপ্তি এত ব্যাপক যে তা ধরা পড়েছে নাসার ‘ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (ফার্মস)’-এর ক্যামেরাতেও। সাধারণত বিশ্বের বড় কোনো অগ্নিকাণ্ডের ছবি এতে ধরা থাকে। স্থানীয় সময় দুপুর দেড়টার কিছু পরে ইউক্রেনের সেনা বিমানবন্দরে হামলা চালায় বলে জানা গেছে।
তার কিছুক্ষণ আগে তোলা ম্যাক্সারের উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, বিমানবন্দরের টারম্যাকে সারি সারি সামরিক হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে। রয়েছে বহু সামরিক সাঁজোয়া গাড়ি। ইউক্রেনের সেনার হামলার পর ওই গোটা অংশ থেকেই কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।
বিশেষজ্ঞদের অনুমান, অন্তত তিনটি সামরিক হেলিকপ্টার ও একাধিক সাঁজোয়া গাড়ি ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের বাহিনীর হামলায়।
রাশিয়ার সাথে ইউক্রেনের আলোচনা জারি রয়েছে। বুধবারও দু’পক্ষ আলোচনায় বসবে বলে জানা গেছে।