NL24 News
১০ ফেব্রুয়ারি, ২০২২, 7:38 PM
রাশিয়ার সামরিক মহড়া উত্তেজনায় ‘ঘি ঢালছে’
অনলাইন ডেস্ক : বেলারুশে রাশিয়ায় ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক মহড়া শুরু করেছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করছে, সীমান্তে সেনা জড়ো করার পর রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে। বেলারুশে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে রাশিয়া উত্তেজনায় ‘ঘি ঢালছে’।
তবে রাশিয়া বরাবরে মতো ইউক্রেনে আক্রমণের অভিযোগ নাকচ করে দিয়েছে। একইসঙ্গে মস্কো বলছে, তাদের সামরিক মহড়া প্রতিরক্ষামূলক।
উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের কূটনীতিকদের প্রশংসা করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক মিত্র জোট ন্যাটোর কাছে ‘আইনগতভাবে কার্যকর এমন নিরপত্তার নিশ্চয়তা’র ওপর জোর দেন ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পুতিন বলেন, তার আত্মবিশ্বাস- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব মঞ্চে দেশের অবস্থান শক্তিশালী করবে। তবে ক্রমবর্ধমান বৈশ্বিক উদ্বিগ্নতা নিয়ে হুঁশিয়ারিও দেন তিনি।
মিনস্ক থেকে আল জাজিরার সাংবাদিক স্টেপ ভেসেন বলছেন, সামরিক মহড়ার মাধ্যমে রাশিয়া ও বেলারুশ নজিরবিহীন পর্যায়ে তাদের শক্তি প্রদর্শন করছে। ক্রেমলিন মহড়াকে ‘ন্যাটো থেকে আসা নজিরবিহীন হুমকি’র জবাব বলে উল্লেখ করছে।
এদিকে রাশিয়ার ১০ দিনের সামরিক মহড়া সামনে রেখে ইউক্রেনও ১০ দিনের সামরিক মহড়া শুরু করেছে।