রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুনে পুড়ে নিহত ৭
২২ এপ্রিল, ২০২২, 10:45 AM

NL24 News
২২ এপ্রিল, ২০২২, 10:45 AM

রাশিয়ার সামরিক গবেষণাগারে আগুনে পুড়ে নিহত ৭
অনলাইন ডেস্ক : রাশিয়ার শহর ভেতরে অ্যারোস্পেস ডিফেন্স ফোর্সের কেন্দ্রীয় গবেষণা ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
জরুরি পরিষেবার সূত্রটি জানায়, এ মুহূর্তে আমরা সাতজনের মৃত্যুর কথা জানাচ্ছি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্রটি এর আগে জানিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জনের বেশি আহত হয়েছেন।
জরুরি পরিষেবা জানায়, নিয়ন্ত্রণে আনার আগে আগুন প্রায় দুই হাজার ৫০০ বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
আগুন নেভাতে এমআই-৮ হেলিকপ্টার থেকে অন্তত ১০ ট্যাংক পানি ফেলা হয়েছে, জানানো হয় খবরে।
খবরে বলা হয়, ধোঁয়ার কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ছাড়া আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেওয়ার সময় অনেকে আহত হন। ভবনের দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগে।
তিন বছর আগেও এ গবেষণাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ২০১৯ সালের ৬ মার্চের ওই অগ্নিকাণ্ডের সূত্রপাতও ছিল শর্ট সার্কিট থেকে।