ঢাকা ১৮ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
ক্রিকেটে নতুন যুগের সূচনা: আবির্ভাব হলো টেস্ট টোয়েন্টি দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

#

০৭ এপ্রিল, ২০২২,  12:20 AM

news image
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওপর আরো শক্ত নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে আরো সামরিক সহযোগিতা দেয়ার কথা বলছেন পশ্চিমা নেতারা। তারই ধারাবাহিকতায়   ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই প্রাপ্তবয়স্ক মেয়ে মারিয়া ও ক্যাটেরিনাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র । 

বুধবার বাইডেন প্রশাসনের সিনিয়র এক কর্মকর্তা বলেন, বুচায় মর্মান্তিক বর্বরতা পুতিন সরকারের ঘৃণ্য প্রকৃতি দুঃখজনকভাবে চিত্রিত হয়েছে। আজ জি-৭ মিত্র এবং অংশীদারদের সঙ্গে একত্রে আমরা একটি প্রধান অর্থনীতির ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞাগুলোকে তীব্রতর করছি। 


প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সমস্ত নতুন বিনিয়োগের ওপর এবার নিষেধাজ্ঞার আওতায় থাকছে। দেশটির দুই প্রধান আর্থিক প্রতিষ্ঠান আলফা ব্যাংক ও সোবারব্যাংক এবং রাশিয়ার সরকারি কর্মকর্তা নিষেধাজ্ঞার আওতায়।  

ন্যাটো কর্মকর্তারা বলেন, আজকে আমরা পুতিনের দুই প্রাপ্তবয়স্ক কন্যা, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী, তার কন্যা এবং রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি।

ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এখন রাশিয়ার ব্যাংকিং খাতের দুই-তৃতীয়াংশেরও বেশি সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রেখেছে। 

অন্যদিকে ইউরোপিয়ান ইউনিউয়নও (ইইউ)  পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে । 

পুতিন ২০১৫ সালে তাদের কন্যাদের সম্পর্কে কিছু তথ্য জানায়। এর মধ্যে ছিল তারা রাশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে এবং অনেক ভাষায় কথা বলতে পারে।  

রিপোর্টে বলা হয়েছে, পুতিনের বড় মেয়ে মারিয়া ভোরনসোভা দেশটি নোমেনকোর একজন সহ-মালিক। এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে রাশিয়ার বৃহত্তর বেসরকারি বিনিয়োগ প্রকল্পের সঙ্গে জড়িত। এছাড়া তার আরেক মেয়ে ক্যাটেরিনা তিখোনোভা মস্কো স্টেট ইউনিভার্সিটিতে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনস্টিটিউট পরিচালনা করেন। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী