রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য
নিজস্ব সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, 4:36 PM

নিজস্ব সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারি, ২০২৫, 4:36 PM

রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য
রাশিয়ার সমর্থক বা সেখানে সম্পদ থাকা ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর তিন বছর পূর্তির প্রেক্ষাপটে কিয়েভের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্য সরকার জানিয়েছে, রুশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। এর মধ্যে কিছু শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী অন্তর্ভুক্ত থাকতে পারেন।
ব্রিটিশ নিরাপত্তামন্ত্রী ড্যান জার্ভিস বলেছেন, মস্কোতে পুতিনের বন্ধুদের প্রতি তার বার্তা সহজ। আর তা হলো-আপনাদের যুক্তরাজ্যে স্বাগত জানানো হবে না। এক বিবৃতিতে তিনি আরও বলেন, "যারা এই অবৈধ এবং অযৌক্তিক যুদ্ধকে অর্থায়ন করেছেন, তাদের জন্যও যুক্তরাজ্যের দরজা বন্ধ থাকবে।"
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার ওয়াশিংটন সফরে যাবেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন ইস্যুতে আলোচনায় তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পদাঙ্ক অনুসরণ করবেন। ম্যাক্রোঁ সোমবার হোয়াইট হাউজ সফর করবেন।
উভয় ইউরোপীয় নেতা ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে, তারা যেন পুতিনের সঙ্গে যেকোনও মূল্যে যুদ্ধবিরতি চুক্তিতে তাড়াহুড়ো না করেন।