রাশিয়ায় বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই, ২০২৪, 9:55 AM

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই, ২০২৪, 9:55 AM

রাশিয়ায় বিমান বিধ্বস্ত
রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানী মস্কোর ৬০ কিলোমিটার দূরের কোলোমেনস্কি বিভাগে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে শুধুমাত্র তিন জন পাইলট ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
জানা গেছে, রাশিয়ার তৈরি সুপারজেট ১০০ নামের এ বিমানটি ৮৭ থেকে ৯৮ জন যাত্রী বহন করতে পারে। তবে দুর্ঘটনা কবলিত বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না। বিমানটিতে পূর্ব নির্ধারিত কিছু মেরামতের কাজ করা হয়। এরপর এটি শুক্রবার পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করতে উড্ডয়ন করে। আকাশে উড়াল দেওয়ার এক ঘণ্টার কিছু সময় পর এটি একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই সময় বিমানটি মস্কোর ভুকোভো বিমাবন্দরে যাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের